PCDF New Committee 2020
PCDF, WEPCDF, PCDF Committee, WEPCDF Committee |
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ফোরাম-পিসিডিএফ এর ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১৮ই জানুয়ারী ২০২০, নগরীর ২ নং গেইটস্থ বেল পেপার রেস্টুরেন্টে।
ফোরামের কার্যনির্বাহী সদস্য ফাহমিদা হকের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত কনভেনর' জসীম কোরেশী'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কো-অর্ডিনেটর জনাব ইফতেখারুল আজম স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট ফোরামের দায়িত্বরত বিভিন্ন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন কনভেনর ইয়াসির সিলমী, প্রাক্তন কো-কনভেনর মোহাম্মদ ফাহিম, কার্যনির্বাহী সদস্য আজিম উদ্দীন এবং মোহাম্মদ ইব্রাহীম হোসাইন রিফাত।
সভায় ফোরামের কো-অর্ডিনেটর জনাব ইফতেখারুল আজম স্যার ভারপ্রাপ্ত কো-কনভেনর মিজানুল হককে "কনভেনর" ফাহমিদা হক'কে "কো-কনভেনর" করে ৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি-২০২০ ঘোষনা করেন।
অতিথিগণ তাদের বক্তব্যে গত সেশনের কমিটিকে স্বার্থকতার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং নতুন কমিটিকে স্বাগত জানিয়ে তাদের সফলতা কামনা করেন।
নবাগত কনভেনর মিজানুল হকের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত হয়।
No comments:
Post a Comment