Review On Bishwa Sovhota
![]() |
রিভিউ লেখকঃ রবিন দে
EEE 16, PCIU
বিশ্ব ইতিহাস সম্পর্কে ধারণা পেতে হলে প্রথমেই প্রয়োজন বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানবগোষ্ঠীর সাথে পরিচিত হওয়া। বিশ্বের বড় বড় মানবগোষ্ঠীর মধ্যে হলো মোঙ্গল সাম্রাজ্য,ভারতের আর্য গোষ্ঠী, মধ্যে প্রাচ্যের মুসলিম সাম্রাজ্য, ইউরোপের রাজ পরিবার ও তাদের জাতি গোষ্ঠী এবং আফ্রিকার মানুষের জীবনযাত্রা। কালের কালে বহু পর্যটকের ও বণিকের মাধ্যমে বিভিন্ন দেশের জীবনযাত্রা বিস্তার ছড়িয়ে পরে। এক এক গোষ্ঠীর তাদের নিদিষ্ট সংষ্কৃতি,ধর্মীয় বিশ্বাস আলাদা ছিলো। বিশ্বসভার এই বইটিতে লেখক খুব সুন্দর ভাবে মধ্যযুগীয় ইতিহাস তুলে ধরেছে, ফুটিয়ে তুলেছেন খৃষ্টীয় ধর্মের ইতিহাস, মুসলিম ধর্মের ইতিহাস। তুলে ধরেছেন বিভিন্ন সভ্যতার ও সাম্রাজ্যের চিকিৎসা, গণিতশাস্ত্রের বিকাশের কথা এবং রাজনীতি, অর্থনীতি, সরকার ব্যবস্থার বিভিন্ন রুপ ও নিয়ম। বইটি পড়ে ইতিহাসের অনেক অজানা কথা জানতে পারা যাবে।
ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment