Review On Krishno Kanter Will![]() |
krishno kanter will, wepcdf, pcdf |
রিভিউ লেখক - সাবরিনা সালাম। ইংরেজি বিভাগ 18, PCIU
ছোট একটি উইল কে কেন্দ্র করে শুরু হওয়া কাহিনী এমন মর্মান্তিক কাহিনীর হোতা তা যেকোনো পাঠকের ভাবনাতীত।প্রতিটি চরিত্র অকল্পনীয় প্লট কে অসাধারণ রূপ দেয়।উনিশ শতকের কাহিনী হলে ও মূলত বাস্তব চিত্র তুলে ধরে করে একুশ শতকের। প্রেম আজ সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও বলতে পারেন আবার চিন্তা ও,সেই প্রেমের প্রকৃত প্রতিবিম্ব ধারণ করে গল্পঃ টি।ভালোবাসা কে নতুন ভাবে সংঘায়ন করে,বঙ্কিম এখানে চিরায়িত প্রথম দেখায় প্রেমে পড়ার ধারণা পাল্টে নতুন ধারণা দেন,প্রথম দেখায় নয় বরং প্রথম অনুভূতিতে হয়। পরকিয়া কতটা সাংঘাতিক ধ্বংসের বৃষ্টি তে সক্ষম তিনি তার উপন্যাসে ফুটিয়ে তুলতে সক্ষম।একটি বাগান সেটিং হিসেবে অনেক শিক্ষা নিয়ে নিহিত আছে পাঠক গল্পের মর্মার্থ না বুঝে উদঘটন করতে পারবে। নারী পুরুষের দাসী,নারীকে অলংকার দেওয়া বস্ত্র থেকে শুরু করে বিলাসিতা পর্যন্ত সুখ দেওয়া পুরুষের পুরুষত্ত্ব তবে নারী থেকে গ্রহন করা কাপুরুষত্ত্ব।এরুপ মিথ্যা অহংবোধ কিভাবে সততার মুর্তি কে ও মাটি হতে বাধ্য করে তা এই গল্পের নজরকাড়া দিক।সুমতি ও কুমতি নামের দুই অভ্যন্তরীণ মন ও কামনার তৈরি চরিত্রের সংঘর্ষ যেনো কাল্পনিক উপন্যাস বাস্তবের আয়না স্বরূপ। তিনটি চরিত্র মূল কেন্দ্রে আছে।ভ্রমর, গোবিন্দ লাল ও রোহিণী। বঙ্কিচন্দ্র আবারো তার শব্দের ও গল্পের চমৎকার মহিমা এমন, খলনায়িকা আবার ও পাঠকের মনে দাগ কেটে নিজের চরিত্রে অক্ষর ছেড়ে যাবে।
ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment