মা,মা,মা এবং বাবা - আরিফ আজাদ [Review - 1] - PCDF

Friday, August 7, 2020

মা,মা,মা এবং বাবা - আরিফ আজাদ [Review - 1]

বই-মা,মা,মা এবং বাবা লেখক-আরিফ আজাদ
মা বাবা সন্তান দের তাদের তাদের সর্বস্ব দিয়ে বড় করে তোলে।আদর, যত্ন থেকে ভালো ভাবে বাঁচার ভাগ টুকুও সন্তানের জন্য বিলিয়ে দেয়।এর বিনিময় তারা সন্তানের ভালো আর ভালোবাসা ছাড়া কিছুই কামনা করে না। লেখক এই বইয়ের মাধ্যমে আমাদের অভিজাত সমাজের কিছু বাস্তবতা তুলে আনার চেষ্টা করেছেন।দেখানোর চেষ্টা করেছেন কীভাবে মা বাবা আমাদের কষ্ট করে মানুষ করার পর ও আমারা তাদের ভুলে যায়।আমাদের সমাজের কিছু তথাকথিত সো কল্ড হাই সোসাইটির সমস্যা তিনি ফুটিয়ে তুলেছেন,যেমন- *বৃদ্ধ মা বাবা কে নিয়ে লজ্জা পাওয়া। *কীভাবে মা কে সামান্য কিছু ভরনপোষণ করে সন্তানেরা ভাবে মায়ের ঋণ শোধ করে দিয়েছে। *স্ত্রীর তথাকথিত মন রক্ষার্থে কিভাবে মা বাবা কে ছুড়ে ফেলা হয়। *মা বাবার অবাধ্য হওয়া। বর্তমানে আমারা এমন একটি বিশ্বে বসবাস করছি যেখনে সন্তানেরা নিজের পায়ে দাড়ানোর পর মা বাবা কে ছেড়ে দেয়।এর ফলে তারা নিজেরা ও ভালোবাসা থেকে বঞ্চিত হয় ডিপ্রেশনে চলে যায় অন্যদিকে তৈরী হয় বৃদ্ধাশ্রম। অন্য একটি হিডেন প্রশ্ন ও ফুটিয়ে তুলেছেন বর্তমান শিক্ষা আমাদের কতটুকু সত্যিকার মানুষ করতে পেরেছে? কীভাবে মা বাবা এবং দাম্পত্য জীবনে ব্যালেন্স করতে হয় তার ও একটি রূপরেখা দেওয়া হয়েছে। রিভিউ - সাবরিনা সালাম ইংরেজি [১৮] PCIU

No comments:

Post a Comment