বেলা ফুরাবার আগে - আরিফ আজাদ [Review - 1] - PCDF

Friday, August 7, 2020

বেলা ফুরাবার আগে - আরিফ আজাদ [Review - 1]

বই-বেলা ফুরাবার আগে। লেখক-আরিফ আজাদ।

বইটির মুল উদ্দেশ্য বা কেন্দ্রবিন্দু হলো যারা তাওহীদ থেকে পথভ্রষ্ট হয়েছে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা।বলতে গেলে দীনের দাওয়াত এর মতো। এই বইটিতে প্রত্যেকটি ছোট থেকে ছোট সমস্যা বিশ্লেষণ ও এর সমাধান ব্যাখ্যা করা হয়েছে। সমস্যাগুলো কেমন? ১.কেনো আপনি সালাত থেকে বিচ্যুত? ২.কীভাবে দীনের আলোয় জাহিলিয়াতের অন্ধকার দূর করবেন? ৩.ঈমান কেমন হওয়া উচিত? ৪.কীভাবে হারাম রিলেশনসিপ ইহকাল ও পরকাল নষ্ট করে? ৫.কীভাবে জাস্ট ফ্রেন্ড আপনাকে ঠেলে দিচ্ছে এক অবাধ্যতায়? ৬.কীভাবে দোয়া কবুল হয়? ৭.সালাতে মনোযোগ বাড়াবেন কীভাবে? ৮.কীভাবে নিষিদ্ধ নফস থেকে নিজেকে রক্ষা করবেন? সব প্রশ্নের উত্তরের কাজ করে বইটি। আমরা সকলে মরে গেলে ইহকালের গুনাহ শেষ এর পর অপেক্ষা কিয়ামতের বিচার দিবসের,কিন্তু বইটিতে লেখক এক চরম সত্য তুলে ধরেছেন "চলে যাওয়া মানে প্রস্থান নয়"। বইটিতে নবী রাসুলের গল্প দ্বারা দীনের সাথে পরিচয় করাতে চেয়েছেন লেখক,প্রথম দিকে খুব সাধারণ এবং জানা গল্প মনে হলেও ধীরে ধীরে তলিয়ে যাবেন ভাবনার সাগরে। সর্বোপরি নামাজের,ঈমান ও আল্লাহর প্রতি বিশ্বাস এর এক অসাধারণ শিক্ষা এর প্রাণকেন্দ্র।বইটি ফোয়ারার মতো অন্তরে ঈমাণের আলো জ্বেলে দিবে। রিভিউ- সাবরিনা সালাম
ENG_18, PCIU

No comments:

Post a Comment