PCDF 2020 Session 2 - PCDF

Wednesday, January 15, 2020

PCDF 2020 Session 2

হ্যালো ডিবেটার্স

বরাবরের মত ৯-ই জানুয়ারি বৃহস্পতিবার ২০২০ এ হয়ে গেলো আমাদের বছরের দ্বিতীয় সেশন।


pcdf, port city, port city debate

বিতর্কের মোশনঃ এই সংসদ মনেকরে, শিল্পকারখানায় ইটিপি ব্যবস্থা বাধ্যতামূলক করবে।

বিতর্কের পক্ষ দলের বক্তারা হলেন,

  • ফারহান নাছির
  • সাবরিনা সালাম
  • সৌরজিত

বিতর্কের বিপক্ষ দলের বক্তারা হলেন,

  • মিজানুল হক
  • সাইদুল ইসলাম শাকিল
  • জান্নাতুল আদন

pciu debate, pcdf, wepcdf

বিতর্কে বিচারক এর দায়িত্ব পালন করেছেনঃ
  • তৌসিফ আলম
  • দেবাশীষ


No comments:

Post a Comment