বিতার্কিক বন্ধুগণ
যথারীতি ছয় নম্বর সেশনে আয়োজিত হয়েছে আমাদের আরো একটি সাংসদীয় বিতর্ক
বহু অপেক্ষায়রত PCDF এর নতুন বিতার্কিকদের অংশগ্রহনে দ্বিতীয় বিতর্কটি হয়েছে অনেক সুন্দর।
বিতর্কের বিষয়ঃ
এই সংসদ পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় যুদ্ধের ইতিহাস সরিয়ে ফেলবে।
বিতর্কে পক্ষ দলের হয়ে বক্তব্য রাখেন
বিতর্কে বিপক্ষ দলের হয়ে বক্তব্য রাখেন
যথারীতি ছয় নম্বর সেশনে আয়োজিত হয়েছে আমাদের আরো একটি সাংসদীয় বিতর্ক
বহু অপেক্ষায়রত PCDF এর নতুন বিতার্কিকদের অংশগ্রহনে দ্বিতীয় বিতর্কটি হয়েছে অনেক সুন্দর।
বিতর্কের বিষয়ঃ
এই সংসদ পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় যুদ্ধের ইতিহাস সরিয়ে ফেলবে।
বিতর্কে পক্ষ দলের হয়ে বক্তব্য রাখেন
- মুরাদ আলম
- আবদুল্লাহ আল মাসুদ
- পবন দেব পবনয়ন
- মোহাম্মদ নুর নবী
- ফারহান ইশরাক
- ইনকিয়াদ
বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন
- ফারহান নাছির নির্ণয়
- সাইদুল ইসলাম শাকিল
- দেবাশীষ ধর দেবু
ধন্যবাদ সবাইকে
No comments:
Post a Comment