Review On The Art Of War Suntzu
রিভিউ লেখকঃ শারমিন আক্তার
ENG 18, PCIU
বইটি ২ হাজার বছরেরও বেশি আগে লেখা। প্রাচীন চীনা জেনারেল সান-জু বইটি আনুমানিক খ্রিষ্টপূর্ব ৫০০ সালের সময়ে রচনা করেন।
এত বছর পরও আমার মনেও একই প্রশ্ন জাগ্রত হয়েছিল। বইটিতে ১৩টি অধ্যায় আছে।প্রত্যেক অধ্যায়ে ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেছে। যার উওর মিললো বইয়ের প্রত্যেকটা পর্ব পড়ার সাথে সাথে। তিনি বলেছেন"সৈন্যদের সাথে এমন আচরণ করো যেন তারা তোমার সন্তান"
আর ও অনেক গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে বইটিতে।তাহলে সৈন্যদের কন্ট্রোল করতে পারবা সহজেই এবং তারা তোমার জন্য জীবন দিতেই প্রস্তুত থাকবে যেকোনো মুহুর্তে।
তিনি বিজয়ের জন্য ৫টি বিষয়ের কথা বলেছেন যা এই বইটি পড়ে জানতে পারবে।
কারণ এই প্রতিযোগিতা মূলক সমাজে টিকে থাকার জন্য কৌশল শিখা অনেক প্রয়োজন।
যা এই বইটিতে রয়েছে। বইটি পড়লে প্রতিপক্ষের সম্পর্কে কি কি ভাবতে পারতে হবে তা জানতে পারবে।
জীবনের যেকোনো ক্ষেএে বইটি বিজয়ী হওয়ার জন্য ভুমিকা রাখার মত একটি বই।
আমি মনে করি সর্বস্তরের মানুষের এই বইটি একবার হলেও পড়া উচিৎ।
সান'জু দেখিয়েছেন শক্তির থেকে বুদ্ধি কতটা গুরুত্বপূর্ণ যু্দ্ধের মাঠে।
ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment