Review on GORA By Rabindranath Tagore
রিভিউ লেখকঃ জান্নাতুল আদন
ইংরেজি বিভাগ (১৮ ব্যাচ), PCIU
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসে তিনি সামাজিক, ধর্মীয়,দার্শনিক,সংস্কার,দেশপ্রেম, রাষ্ট্রনীতি,জাতীয়তাবাদ,কুসংস্কার, মানবতা,নতুন প্রজন্মের ধ্যানধারনা,সর্বভারতীয় চিন্তাভাবনা, ঊনবিংশ শতাব্দীর শেষভাগের ঘটনাবহুল প্রেক্ষাপটের এক বিশেষরুপ আমরা দেখতে পাই। গোরা ও বিনয় দুটি ভিন্ন চরিত্রের মাধ্যমে তখনকার ব্রাক্ষ্যসমাজ ও হিন্দুদের চিন্তা-চেতনার এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে একাগ্রতা পুরো উপন্যাস জুড়ে আমরা দেখতে পাই। যাই সকলবয়সের মানুষকে এই উপন্যাসটি পড়তে আগ্রহ বাড়াবে। এই উপন্যাসটি একটি মানুষকে অসম্প্রদায়িক চেতনা ধারণ করতে,দেশপ্রেমে অনুপ্রাণিত হতে সহায়তা করবে।
ধন্যবাদ সবাইকে।গোরা, গোরা রিভিউ, আদন, আদন রিভিউ, আদন রিভিউ গোরা, Adoon Review on GORA, PCDF, WEPCDF
No comments:
Post a Comment