রিচার্জ ইউর ডাউন ব্যাটারী ঝংকার মাহবুব [Review - 1] - PCDF

Monday, January 20, 2020

রিচার্জ ইউর ডাউন ব্যাটারী ঝংকার মাহবুব [Review - 1]

Review On Pak Sar Jomin Sadbad By Humayun Azad


রিভিউ লেখকঃ নূর নবী
LLB_20, PCIU

ঝংকার মাহবুব এর লেখা 'রিচার্জ ইউর ডাউন ব্যাটারী' বইটি হচ্ছে তরুণদের জন্য একটি অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক বই। যেখানে অামরা দেখতে পাই ভার্সিটির এক বড় ভাই(মাসুম) ছোট ভাই(আবির) কে সব সময় অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দেয়,হয়ত কখনো হঠাৎ চলার পথে, চায়ের আড্ডায়,মেসের আড্ডায়,বনভোজনে বা ক্যাম্পাস করিডরে। কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে আমরা নানা রকম হতাশায় ভূগি এবং আমাদের আসল লক্ষ্য থেকে দূরে সরে যাই আর তখনই এই বড় ভাই নানা রকম গাইডলাইন দিয়ে ক্যারিয়ারের প্রতি মটিভেটেড করে।তিনি দেখান কিভাবে পরিশ্রম করে ট্যালেন্টের তকমা পাওয়া যায় বা তা ধরে রাখা যায়, তিনি দেখান কিভাবে নিজেকে সব সময় কাজের (লেখাপড়া,দক্ষতা,স্টার্টআপ) প্রতি ফোকাস রাখতে হয়, তিনি দেখান কিভাবে নিজের আশ-পাশের সোসাইটিকে নিজের ক্যারিয়ারের জন্য অনুকূল ভাবে গড়ে তুলতে হয়, কিভাবে নিত্য নতুন দক্ষতা অর্জন করা যায়,সর্বপরি কিভাবে নিজেকে একজন সফল এবং দক্ষতাপূর্ণ ব্যাক্তি হিসেবে অাত্মপ্রকাশ করা যায়। আমি মনে করি কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেক তরুণকে এই বইটি পড়া উচিত কেননা এতে আমাদের তরুণদেরই ক্যারিয়ার বিষয়িক বাস্তব সমস্যা গুলোর সমাধান আছে। সারসংক্ষেপঃ

ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment