দ্যা রিভার্টস সামছুর রহমান [Review - 1] - PCDF

Saturday, January 11, 2020

দ্যা রিভার্টস সামছুর রহমান [Review - 1]

Review On The Reverts By Samchur Rahman Omor


রিভিউ লেখকঃ  তৌসিফ
EEE_18, PCIU

প্রথম গল্পের নাম "বন্দি থেকে মুসলিম" যেখানে এক খ্রিস্টান নারী সাংবাদিক আফগান যুদ্ধ পর্যবেক্ষণ করতে এসে তালেবানদের হাতে ধরা পড়েন এবং তালেবান সৈনিকদের আচার-আচরণে মুগ্ধ হয়ে ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে পড়েন। এই একটা গল্পই আমাকে বইটার প্রতি আরও আগ্রহী করে তুলে। যতই পড়ছিলাম ততই রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিলাম। ফিরে আসার গল্প এতটা রোমাঞ্চকর ও টুইস্টে ভরা হতে পারে ভাবতেও পারিনি। গতানুগতিক ফিরে আসার গল্পের চাইতে এই বইটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে গল্পের ভেতরে গল্প রয়েছে। একজন মানুষ কীভাবে ইসলাম এর দিকে ধাবিত হলো শুধু এটুকুই নয় বরং এই বইয়ে জানার বোঝার মত অনেক বিষয় উঠে এসেছে যা আপনার জ্ঞানের পরিধিকে আরও কিছুটা বড় করতে সক্ষম। গল্পের মাঝে কোনো বাক্য বা শব্দ জটিল বা নতুন মনে হলে ঠিক গল্পের শেষে সেগুলো সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। মোট ১১ টি ফিরে আসার গল্প নিয়ে তৈরী হয়েছে এই বই। ১১ টা গল্পে ১১ রকমের অভিজ্ঞতা পাবেন বইটিতে। “দ্যা রিভার্টস” বইটি রূপান্তর করেছেন "সামছুর রহমান ওমর ও কানিজ শারমিন"(দম্পতি)। সবশেষে একটা কথাই বলবো, বইপ্রেমী যেসব ভাই/বোনেরা বইটি এখনও পড়েননি তারা পড়ে দেখতে পারেন। বিশ্বাস করুন অসাধারণ এক একটি অভিজ্ঞতার সম্মুখীন হবেন। ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment