পাক সার জমিন সাদবাদ হুমায়ুন আজাদ [Review - 2] - PCDF

Saturday, January 18, 2020

পাক সার জমিন সাদবাদ হুমায়ুন আজাদ [Review - 2]

Review On Pak Sar Jomin Sadbad By Humayun Azad




রিভিউ লেখকঃ শারমিন আকতার
ENG_18, PCIU

লেখক বইটিতে তৎকালীন স্বৈরাচারী শাসনকালে চিএ ফুটিয়ে তুলছেন নিজের লেখনী শক্তির মাধ্যমে।বইটিতে ১৯৭৫-২০০০ সাল এর প্রেক্ষাপট সংক্ষেপে লিখিত।যদিও ভাষা গুলো কানে বাজে। তৎকালীন সময়ে এক স্বার্থান্বেষী মহল নিজেদের রাজনীতিতে ধর্মের নাম করে জঙ্গিবাদের উত্থান ও বিস্তার করে। বইটিতে "বাংলাস্তান"বলতে পাকিস্তানকে বুঝিয়েছেন। পাকিস্তানের সেই শোষন,সাময়িক শাসন,ধর্মান্ধতা ইত্যাদির সাথে বামপন্থীদের কার্যকলাপ রাজনীতিক পরিণতির বর্ণনা রয়েছে। ধর্মের নামে যুবকদের কিভাবে অন্ধকারাচ্ছন্ন জীবনের দিকে ঢেলে দেওয়া হয়,যুবকের মাথায় ক্ষমতার নেশা জর্জরিত করে দেওয়ার চিএ ও ফুটে উঠেছে।
লেখকের একটি উক্তি "আমরা সবাই সমান তবে কেউ কেউ সমানের থেকে একটু বেশি"(৭৭পৃষ্ঠা)। অন্ধকার আমলের নিষ্ঠুর সময়ের ভয়াবহতা রয়েছে বইটিতে। হুমায়ুন আজাদ স্যার একজন সত্যনিষ্ঠ দুর্বার লেখক।লেখায় যার বহিঃপ্রকাশ ঘটেছে। লেখার ধরণ পড়ে হয়ত এটাকে খারাপ ভাবতে পারে।খারাপ মনে করা টা স্বাভাবিক। কারণ লেখক তুলে ধরেছেন অশ্লীল শব্দোচ্চারণের মাধ্যমে। তবে বইটি ছোটরা না পড়ে ম্যাচিউরা পড়লে বুঝতে পারবে।অসাধারণ একটি বই।

ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment