Review On BNP er Somoy Ashomoy
![]() |
pcdf, wepcdf, bnp |
রিভিউ লেখকঃ এস এম আসাদুল্লাহ রাব্বুল
TEX - 18, PCIU
বইটির লেখক মহিউদ্দীন আহমেদ একসময় জাসদের রাজনীতি করেন এবং
পড়ে রাজনীতির ইতিহাস নিয়ে লেখেন ৷
যুদ্ধের সময় ভারতের হস্তক্ষেপ নিয়ে মুক্তিযুদ্ধে সেনাদের মধ্যে খারাপ লাগা ছিলো ৷ তাদের অনেকের কাছে ভারতীয় সেনাদের পাকিস্তানী সেনাদের মত আচরণ করছে মনে হয়েছে ৷ যুদ্ধ পরিবর্তি সময়ে বাকশাল কায়েম সহ আওয়ামীলিগের বিভিন্ন নেতার কার্যক্রমে রাজনৈতিক মহল, জনগন ও সেনা সদস্যরা ক্ষুদ্ধ হয় ৷ একদল সেনা ৭৫ এ বঙ্গবন্ধুকে স-পরিবারে নির্মমভাবে হত্যা করে ৷হত্যার সময় জিয়া গৃহবন্দি ছিলো খন্দকার মোশতাক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসেন ৷ এরপর ঘটনাক্রমে জিয়া রাষ্ট্রপতি হন এবং বাঙালি জাতীয়বাদের বদলে বাংলাদেশী জাতীয়বাদীতে উদ্ধুত্ব করেন ৷ পরে রাজনীতি করার লক্ষ্য সামরিক-বেসামরিক লোকদের নিয়ে প্রথমে জাগদল পরে তা জাতীয়বাদী ফ্রন্ট এবং সর্বশেষে বাংলাদেশ জাতীয়বাদী দল(বিএনপি) তৈরী করেন ৷ রাজনীতিক দল তৈরীর ক্ষেত্রে ক্ষমতাকে কাজে লাগান ৷বলাই যায় বিএনপি ক্ষমতার কেন্দ্রে থেকে জন্ম নেয়া একটি দল সেকারণে দলে প্রচুর সুবিধাবাদী লোকের আনাগোনা ঘটে ৷১৯৮১,৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান নিহত হয় ৷ বিচারপতি সাত্তারকে সামনে রেখে দেশ চালনা করে হুসেন মোহাম্মদ এরশাদ ৷
এরশাদও ক্ষমতাই থেকে দল তৈরীর করার মনস্থির করেন এবং তৈরী করেন জাতীয় পার্টি ৷বহু আন্দোলনের পর এরশাত পদত্যাগে বাধ্য হয় ১৯৯০ এ ৷বিচারপতি সাহাবুদ্দিনের অধিনে বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় এতে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করে ৷কিন্তু মাত্র ৩ বছরের মধ্যে সংসদ অকার্যকর হয়ে পড়ে ৷ আওয়ামি লীগসহ অনেক দল তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানাই ৷সরকার গঠন করে বিএনপি গোলাম অাযম বির্তক, নানা ধরনের কাজে লিপ্ত হয় ৷১৯৯৬ আওয়ামীলিগ সরকার গঠন করে এবং তখন বিএনপি প্রচুর নির্যাতনের স্বীকার হয় ৷
২০০১ এ বিএনপি আবার জয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পায় ৷ সেই সময় ২১ আগষ্ট আওয়ামি লীগের উপর হামলা হয় ৷ পরের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির অনুকূলে সব সিদ্ধান্ত নেয়ার অভিযোগ করে আওয়ামী লিগ ৷ ২০০৭ এ সেনা হস্তক্ষেপ ঘটে যা এক-এগারো নামে পরিচিত ৷ফখরুদ্দীন আহমেদকে নিয়ে সেনা-সমর্থিত সরকার গঠন করে এবং বিএনপি- আওয়ামী লিগের দুনিতীর হিসাব খুলেন এবং মাইনার টু ফর্মুলার চেষ্টা করেন ৷তাদের লক্ষ্য মূলত সৎ প্রতিনিধি খুজে বের করা।
কিন্ত তখন তাদের ছাড়া রাজনিতীর পটভূমি অকল্পনিয় ৷ আওয়ামি লীগ ক্ষমতাই যায় এবং সংকারের অধিনে নির্বাচন করাই বিএনপি নির্বাচনে যায় না ৷ বাংলাদেশের রাজনীতিতে সব ছেড়ে বেশি দল বদলিয়ছে ছোট দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন দলে গিয়ে সুবিধা ভোগ করেছে ৷ পরিশেষে, বিএনপির জনমত থাকলেও বর্তমানে নেতৃত্বের সংকটে আছে বলে লেখক মনে করেন ৷
ধন্যবাদ সবাইকে
No comments:
Post a Comment