Review On Varot Shwadhin Holo Mowlana Abul Kalam Azad
wepcdf, pcdf review, review wpcdf
cc
রিভিউ লেখকঃ সাবরিনা সালামENG 18, PCIU
বইটিতে ভারত বিভক্তিকরণের এক অসাধারণ রাজনৈতিক প্রেক্ষাপট মৌলানা আজাদ এর জবানবন্দিতে তুলে ধরা হয়েছে।বইটি ধারণ করে কিভাবে ফিরোজ আজাদ যার অর্থ "মুক্ত" নাম ধারণ করেন। ধর্মীয় রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ এর পরে ও কিভাবে অসাম্প্রদায়িকতার স্রোত তার মনে নাড়া দেয়।অসহযোগ আন্দোলনের দরুন বিশেষ ব্যাক্তিত্বের সাথে মোলাকাত। দুই বার ফাটল ধরা কংগ্রেস কে কিভাবে একত্রিত করলেন। দক্ষিনপন্থী ও বামপন্থী দের মধ্যে তার সমর্থন ও এর বিশেষ কারন।কংগ্রেস এর সাধারণ নির্বাচন।১৯৩৫ সালে কংগ্রেস কীভাবে সর্দার পেটেল এর প্ররোচনায় এসে মুসলিম দুই প্রতিনিধির যোগ্যতার সত্ত্বেও অন্য প্রতিনিধিদের ক্ষমতায় বসিয়ে দেয়। মিশন ক্রিপস কি? স্ট্যাফোর্ড ক্রিপস কোন উদ্দেশ্য নিয়ে ভারত এসেছিলেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত জড়ালে আদৌ কি স্বাধীনতা পেত? গান্ধীজীর সাথে আজাদের মতের মিল না থাকা সত্ত্বেও কিভাবে দুইজনে নিজেদের মধ্যে আপোষ করে নেই।ভারত ছাড় আন্দোলনের সিদ্ধান্ত কি গান্ধীজির ভুল সিদ্ধান্ত ছিলো?কেনো ১৯৪২ সালে কংগ্রেস নিসিদ্ধ হলো? জওহরলাল নেহেরু ভারতের এতো বড় নেতা হওয়া সত্ত্বেও কেনো আজাদ বললেন"জওহরলাল কে কংগ্রেসের সভাপতি করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল"।কেনো মুসলিম লীগ সমঝোতা করতে চাই নি?মুসলিম লীগ দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা হওয়া সত্ত্বেও সর্দার পেটেল কে ভারত বিভক্তিকরণের পতাকাবাহক বলা হলো। মুসলিম সংখ্যালঘু তাই ভারত কে বিভক্ত করেছিল তবে কেনো চারকোটি মুসলিম কে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ভারতে ছেড়ে দিলো?সংখ্যালঘু চিত্র দেখিয়ে আদৌ কি মুসলিম এর সার্থকতার জন্য নাকি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এর জন্য?লর্ড ওয়াভেল এর উদারতা সেই সাথে লর্ড মাউন্টবেটেন এর চাতুরতা এক সাথে এক দেশের দুই চরিত্রের ভিন্নতা।বিভক্তভারতে মর্মান্তিক ছবি তুলে ধরে বইটি।
ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment