Review On Mine Camph Adlof Hitlar
pcdf, wepcdf, mine camph
রিভিউ লেখকঃ তৌসিফ
EEE_18, PCIU
মাইন ক্যাম্ফ বইটিতে হিটলারের জীবনের ঘটে যাওয়া কিছু বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। বইটি পড়লে যেসব বিষয় সবচেয়ে বেশী দৃষ্টিগোচর হয় তাহলো, (১) হিটলার অনেক বেশী জাতীয়তাবাদী ছিলেন। এতটায় জাতীয়তাবাদী যে, সে নিজের জাতির মধ্যে অন্য জাতির রক্তের সংমিশ্রণ পর্যন্ত সে মেনে নিতে পারতোনা। (২) সে তার দেশ জার্মানিকে অনেক বেশী ভালবাসতো। জার্মানির জন্য যেকোনো মরণপণ যুদ্ধ করার জন্য সদা প্রস্তুত থাকতো সে। (৩) সংসদীয় গণতন্ত্রের প্রতি তার আস্থা কম ছিলো। এক কথায় বিরোধী ছিলো বলা চলে। (৪) যে যোগ্য সেই টিকে থাকবে এমন নীতি তে বিশ্বাসী ছিল হিটলার। (৫) ইহূদীদের প্রতি প্রচণ্ড হিংসা ছিলো তার। (৬) কার্ল মার্ক্স এর নীতির বিরোধী এবং ডারউইন তত্ত্বের উপর প্রভাবিত ছিলো। রাজনীতি ও ইতিহাস প্রেমী সকলের কাছে এই বইটি অবশ্যই ভাল লাগবে আশাকরি।
ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment