Review On Tondrabilash By Humayun Ahmed
WEPCDF PCDF Tondrabilash |
রিভিউ লেখকঃ রবিন দে
EEE_16, PCIU
এক রহস্যময়ী উপন্যাসের নাম "তন্দ্রাবিলাস" হুমায়ুন আহমেদ।
সকাল ১১ টার দিকে মিসির আলি বেতের চেয়ারে পা তুলে বসে আছেন।ভোর বেলায় মানুষের মেজাজ ভালো থাকে। বেলা বাড়তে বাড়তে মেজাজ ও খারাপ হতে থাকে। মিসির আলীরও একি অবস্থা। তবে তার মেজাজ টা বেশি খারাপ হয়ে আছে কারণ তার পাশে একটা মেয়ে বসে আছে। তার নাম বলেছে সায়রা বানু। সুটকেস নিয়ে চলে এসেছে মিসির আলীর বাসায় থাকবে বলে। এতে তিনি খুব বিরক্ত! আর একটা কারন হচ্ছে একটা মাছি তাকে বিরক্ত করছে। মেয়েটা নিজের ইচ্ছা মতো শুধু কথা বলেই যাচ্ছে। তবে মিসির আলি বুঝতে পারলো মেয়েটি সব মিথ্যা বলে যাচ্ছে। মেয়েটি তার নাম ও মিথ্যা বললো। ধরা খেয়ে তখন সে বলল তার নাম চিত্রা। মিসির আলী মেয়েটাকে বাসা থেকে বেরিয়ে যেতে বললেন। মেয়েটি চলে গেল। কিন্তু সে তার সব জিনিস ফেলে রেখে গেল। তার হ্যান্ডব্যাগটা ও রেখে গেলো।মিসির আলীর চিন্তা হলো।পরে আবার ভাবলেন হয়তো সে ফিরে আসবে। কিন্তু ১০ দিন চলে গেলেও মেয়েটি ফিরে আসেনি। যাওয়ার আগে মেয়েটি একটা ফোন নাম্বার দিয়ে গিয়েছিল। মিসির আলী সে কাগজ খুলে দেখলেন তাতে কোন নাম্বার নয় বরং লেখা রয়েছে Help me! তিনি অবাক হলেন, তিনি এইটা কেনো করলে একটু ধৈর্য ধরে মেয়েটার কথা শুনলে হতো। হয়তো সে খুব বিপদে পরেই তার কাছে এসেছিলো। কিন্তু তিনি তাড়িয়ে দিলেন। এগুলো ভেবেই খারাপ লাগল। মেয়েটার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় কিনা, সে আশায় মেয়েটার সুটকেস খুললেন। সব কিছু ঘেটে তিনি অনেক গুলা কাগজ পেলেন। সেটা যে মিসির আলীকে উদ্দেশ্য করে লেখা, তা তিনি বুঝতে পারলেন। চিঠিটায় পাওয়া গেলো মেয়েটার রহ্যসময়ী জীবনী।। মেয়েটি তার জীবনের উল্লেখযোগ্য কিছু রহস্যজনক ঘটনা তুলে ধরেছে চিঠিতে। তার মৃত মা দেখা করতে আসে তার সাথে।মৃত্যু ব্যক্তিকে উপস্থিত করার খেলা।শরিফার অদ্ভুত সব গল্পকেউ, তার স্বপ্নে দেখা সবকিছু সত্যি হয়ে যায়।স্বপ্নকে নিয়ন্ত্রন করার অসম্ভব ক্ষমতাও আছে তার।মেয়েটি ইচ্ছাপূরণ স্বপ্ন দেখে এবং সে ইচ্ছে করলে স্বপ্ন বদলাতেও পারে। তাছাড়া মেয়েটি অনেক বুদ্ধির সাথে তার সম্পূর্ণ আসল পরিচয় মিসির আলিকে গল্পের মাধ্যমে দেয়। বলুন তো কোন প্রাণীর দুটা লেজ? খুব সহজ! এই বইয়ের শেষে পাওয়া যাবে। সম্পূর্ণ চিঠি পড়ে মিসির আলি বুঝতে পারলেন ভয়াবহ বিপদের সম্মুখীন হতে চলেছে মেয়েটি। কি সেই বিপদ! মিসির আলী কিভাবে এই সমস্যার সমাধান করবেন! এই রহস্যর সমাধান জানতে হলে তো অবশ্যই বইটা পড়তে হবে সারসংক্ষেপ। ধন্যবাদ সবাইকে
PCDF, WEPCDF, Book Review PCDF, তন্দ্রাবিলাশ, তন্দ্রাবিলাস, Tondrabilash
No comments:
Post a Comment