PCDF 2020 Session 6 Debate 1 - PCDF

Thursday, January 23, 2020

PCDF 2020 Session 6 Debate 1

স্বাগতম বিতার্কিক বন্ধুগণ
২৩/১/২০২০ বৃহস্পতিবার। আজকের এই দিনে আমরা সম্পন্ন করেছি বছরের ৬ (ছয়) নম্বর সেশন।



সেশনের প্রথম ডিবেট হয়েছে সবচাইতে আলোচিত সমালোচিত বিষয় "বিসিএস" পরীক্ষা নিয়ে। 

বিতর্কের বিষয়ঃ

এই সংসদ, উচ্চশিক্ষিত যুবকদের "বিসিএস উন্মাদনায়" অনুতপ্ত। 

বিতর্কে পক্ষ দলের বক্তারা হলেনঃ

  • সাইদুল ইসলাম শাকিল
  • সাবরিনা সালাম
  • তৌসিফ আলম

বিতর্কে বিপক্ষ দলের বক্তারা হলেনঃ

  • ফারহান নাছির নির্ণয়
  • ঋষিন পালিত
  • দেবাশীষ ধর দেবু


বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেনঃ

  • ফারহান ইশরাক
  • মুরাদ আলম
  • মোহাম্মদ নূর নবী

ধন্যবাদ সবাইকে।


No comments:

Post a Comment